গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়।
কুমারখালী, কুষ্টিয়া।
www.eo.kumarkhali.kushtia.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.৫০৭১.০০০.১৮.০০১.১৭-৬৫০ তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।
বিষয়: ই-প্রাইমারি স্কুল সিস্টেম এর শিক্ষক ডাটা বেইজ হালফিল করত: প্রতিটি শিক্ষকের তথ্য প্রেরণ।
সূত্র: স্মারক নং: ৩৮.০১.৫০০০.২০১.১৬.০০৩.১৯-১৪৮৫/৬, তারিখ: ২৯/০৮/১৯ খ্রি.।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কুষ্টিয়া জেলাধীন কুমারখালী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ই-প্রাইমারি স্কুল সিস্টেম এর শিক্ষক ডাটা বেইজ হালফিল করত: প্রতিটি শিক্ষকের তথ্য ০২ কপি (হার্ডকপি) সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারের নিকট আগামী ১১/০৯/২০১৯ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
নির্দেশনা:
১। www.dpe.gov.bd অথবা www.eo.kumarkhali.kushtia.gov.bd ভিজিট করে ই-প্রাইমারি স্কুল সিস্টেমে প্রবেশ করতে হবে।
২। প্রতিটি বিদ্যালয়ের সকল শিক্ষকের তথ্য বিদ্যালয় ভিত্তিক একসাথে জমা দিতে হবে।
৩। শিক্ষক তথ্যে সার্ভারে সনদসমূহ সংযুক্ত এবং ছবি আপডেট থাকতে হবে।
৪। কোন শিক্ষক যদি বদলি, মারা যাওয়া এবং পিআরএল গমন করে থাকলে তা আপডেট করার জন্য বা যেকোন সমস্যা হলে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. জিয়াউল হকের (০১৭১১-০০৯৮৮১) সাথে যোগাযোগ করবেন।
৫। ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকলে আপনার বিদ্যালয়ের তথ্য সুরক্ষার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করে অবশ্যই ব্যক্তিগত পাসওয়ার্ড ব্যবহার করবেন।
৬। উপরোক্ত তথ্য নির্ধারিত সময়ে জমা না দিলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
প্রধান শিক্ষক (সকল) ................... সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমারখালী, কুষ্টিয়া। |
মো. জালাল উদ্দীন উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) কুমারখালী, কুষ্টিয়া। ueokumar@gmail.com |
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে সবিনয়ে প্রেরণ করা হলো।
১। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুষ্টিয়া।
২। সহকারী উপজেলা শিক্ষা অফিসার (সকল), কুমারখালী, কুষ্টিয়া। (তাঁকে তাঁর ক্লাস্টারের বিদ্যালয় ভিত্তিক হার্ডকপি সংগ্রহর অনুরোধসহ)।
৩। মো. জিয়াউল হক, অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, উপজেলা শিক্ষা অফিস, কুমারখালী, কুষ্টিয়া। ( প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ হার্ডকপি এইউইওদের নিকট থেকে সংগ্রহ করে নিম্নস্বাক্ষরকারীর নিকট জমা প্রদান।
৪। অফিস কপি।
|
মো. জালাল উদ্দীন উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) কুমারখালী, কুষ্টিয়া। ueokumar@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস